Loading...

Thik Emon Ebhabe Chords Arijit Singh ঠিক এমন এভাবে


Singer: Arijit Singh

Music: Arindom Singer: Arijit Singh Lyrics: Prasen

Movie: Gangster

Key: F#m

Time- 6/8

Lyrics with Guitar Chords for Thik Emon Ebhabe

F#m E F# D

Bm A E

ঠিক এমন এভাবে

তুই থেকে যা স্বভাবে

আমি বুঝেছি ক্ষতি নেই,
আর তুই ছাড়া গতি নেই।

ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না (x2)

A  E F#M D A E F#M

তোরই মতো কোন একটা কেউ,
কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়।
তোরই মতো কোন একটা ঢেউ,
ভাসিয়ে আমায়, দূরে নিয়ে যায়।

ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল..

আটকে তোকে রাখতে চাইছি খুব,
সকালে আমার, বিকেলে আমার।
তুই ডাক না দিলে থাকবো আমি চুপ,
দিনেতে আমার, দুপুরে আমার।


Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Cookies help us deliver our services. By using our services, you agree to our use of cookies. More Information